কি বাঁধন তুমি দিয়ে  গেলে, ওগো,
খোলা আজো নাহি যায়,
শতেক খেলনা নিয়ে খেলি তবু
অতীত মেটে না, হায়!
হাজার কাজের মাঝে ঢুকে যাও,
'তুমি তুমি' সবখানে,
না সুখ শয়নে, নাহি জাগরণে
হাহাকার শুধু প্রাণে।
একবার এসে বলে যাও না গো,
সারবে এ জ্বালা কিসে?
'মরে মরে বাঁচা' কর নিরসন,
জীবন ডুবেছে বিষে।
সাধারনভাবে বাঁচতে চেয়েছি,
সবাই যেমন বাঁচে,
কোন দোলাচালে ফেলে দিলে বলো,
গড়ে গেলে কোন ধাঁচে?
বসাতে কষ্ট, চলাতে কষ্ট,
কষ্ট সকল দিকে,
সব আছে তবু, বলে যাও না গো,
কেন লাগে সব ফিকে?