'বিরহ' নামে অনেকে ডাকে আমি বলি 'প্রেমময়'
জ্বালার ফাঁকে কুসুম শোভা লুকিয়ে সেথায় রয়।
নজরখানা ঘুরিয়ে দেখ, মধুময় হবে সব,
ডুববে 'প্রেমে' দিবসরাতি দূর হবে বৃথা রব।
বাহির-চোখে দেখো না যাকে অন্তরে ছবি তার
হাজির হবে তা  মুহুর্মুহু, সুখ দুখ একাকার।
'মিলন-গাঙে' দুখেরা ডোবে সুখটুকু ফিরে বেঁচে,
পরিস্থিতির ঘূর্ণিপাক ধুলো বালি দেয় কেচে।
নবজীবন লভিতে ভাই মহান কিছুটা হও,
যে জন গেছে আপাত দূরে তার দেওয়া যা, সও।
ভেবে তো দেখ কোন জ্বালা সে সয়েছে গোপনে মনে!
তুমি তো শুধু ব'লে খালাস, ঢোল দাও জনে জনে,
"বিরহ দেছে এ অভাগারে, কি দোষ আমার ছিল?
আপন ভেবে ডেকে সে কাছে, পরে তা ছিনিয়ে নিল।"
উষ্মা থেকে বাঁচছ বলে, ভাবো বেচারির দিন!
'ঠকালো' বলে গলাতে গেঁথে বয়ে চলে 'প্রেম-ঋণ'
সহানুভূতি দূরের কথা! দুষো তাকে অহর্নিশ,
দুধার থেকে একলা মনে, পিয়ে সে 'বাঁচার-বিষ'।