ছিনতাইবাজ ঘুরছিল বলে
পাহারা দিয়েছি ঘরে,
কে জানত সেটা ডাকাতের ঘর
জানলাম বহু পরে।
ততদিনে সব লুট হয়ে গেছে
ইতিউতি উড়ে ছাই,
সঁপেছিনু কাকে ভাণ্ডারঘর
সীমাহীন ভরসায়!
যে ঘর মানুষ সাজায় গোছায়
আঘাতের ঢালরুপে,
পালিশ মেঝের নীচে গড়েছে সে
বিষ খনি, নিশ্চুপে।
অচেনা তো নয় সেই কারিগর
দোষারোপ করব না,
ফুলের বাগান বসাতে চেয়েছি,
হল বিষগাছ বোনা।