মহাকাল সদা জেগে বহে রাতদিন
মানেষের ঢল তাতে ঢুকে হয় লীন।
রেলের মতন চলে  'মহাকাল গাড়ি '
প্রাণীকুল মোরা কিছু কি বাঁকাতে পারি?
দাপট দেখান রাজা, ক্ষমতার কোপ,
তাহার চাকার তলে গিয়ে সব লোপ।
বিধিনিষেধের চুলচেরা খতিয়ান
তাঁর  দেশে গিয়ে সব হয় খানখান।
বড়াই তোমারা করছ যা নিয়ে আজ
নিঃস্ব হবে তা, খুলে যাবে মেকি সাজ।
কালের গহ্বরে পিশে যাবে  তুমি আমি
জানান দেবেন তিনিই ধরার স্বামী।
কটা দিন শুধু পিছে রবে ভালবাসা
এসো,  সেটা চেয়ে, আজটাকে করি খাসা।