সামনে যেতে আটকায় পা নরম ঘেসো বনে
সম্মুখে যা দেখে তার চে অধিক ফোটে মনে।
বিকেল গেল ,  আসতে রাত এখনো কিছু বাকি
দেখিনি যা তা না এলে হেথা যেতাম পরে ফাঁকি।
নিজের দেশে যা ধোঁয়াশার আড়ালে থেকে যায়
ক্ষানিক দেখা  অচেনা দেশে ভরে ভালবাসায়।
দূরের পথে গাছের ফাঁকে জমেছে কুঁয়াশারা
শিতল ভাব লাগছে ত্বকে, ফেরার আছে তাড়া।
পাখির দল সাঁঝের বেলা ফিরছে বাসা পানে
আঁধার তাড়া করছে,  পদ বাড়ির দিকে টানে।
কুঁয়াশা ফুঁড়ে বিজলি ট্রেন চলল নিজ মত
জমাট সভা ভাঙলো, দিনু ফেরাতে উদ্যত।
অচিন দেশে এমন শোভা পশিল প্রাণ মনে
ঘুরতে যাব আবারো সেই অজগাঁয়ের বনে।