বলতে বসলে স্বর বসে যায়
গুমরায় মনে কথা,
কাকে বলে জ্বালা জুরাব হৃদয়ে
পাব কিছু সরসতা।
কি কারনে স্বামী বিদেশী জীবন
বেছে নিল মোরে ছাড়ি
কেন আমি আজো খুটি হয়ে আছি
আগলে স্বামীর বাড়ি।
বাপের হেঁশেলে ঢুকলে আবার
বহু কথা যাবে রটে,
"স্বামীর আরালে নষ্টা মহিলা
এদিকে ওদিকে ছোটে।"
মুখোশের খোলে লুকিয়ে অনেকে
কত দেখায় ন্যাকামি!
দিনের আলোয় দরদী মানুষ
রাতে তার নষ্টামি।
দিনে যারা হয় দরদের সাথি
রাতে ক্ষুধার্ত হায়না,
সে কারনে মোর কথা থাকে মনে
বাইরে সে তো যায়না।
আমার শরীরে বৃদ্ধার ভোল
বাইরে ভেতরে আজ,
পেট চালাবার তাগিদে নিয়েছি
সবজী বেচার কাজ।