কবিতা আমি লিখতে আসি নি মোটে,
পথে শুধু খোলা রেখেছি
কম-দামী দোকান।
গাড়ি থামানোর সম্ভাবনাময়
জ্বালানী-বিক্রেতা নই।
তবু, যদি
একটুকক্ষণ থামে
চা-পান উদ্দেশ্যে,
তাই
এই প্রতিকূলতায়
দোকান খোলা থাকে
দিনরাত;
যদি কখনো
এই দোরে
গাড়ি এসে দাঁড়ায়,
এবং তার চালকও,
যার আকাঙখায় ও অপেক্ষায়
এ দোকান গড়ে উঠেছে।