খেলার মাঠের থেকে
ইশারায় নেবে ডেকে
তার আগে খেলে নে রা ভাই,
বৃথা কেন কাল তোরা
নিয়ে শুধু চাকু ছোরা
কাটাস বিবাদে হিংসায়?
কালের নিয়মে সব
দেহ ছেড়ে হবি শব
তোদের তো বেশ আছে জানা,
তবু কেন জাতপাত
কি দিয়ে কে খেল ভাত?
সে নিয়ে ভাইকে দিস হানা।।
নিজের ভাল না বুঝে
পর-ঘাড়ে মাথা গুঁজে
দিলে হবি তোরা পথ হারা,
বিবাদ করে মহান
হয়েছে কে ডেকে আন,
কিছু নেই ভালবাসা ছাড়া।।
আপাত সুখের রাশি
লইয়া আমোদে হাসি
কাটাস রে আজীবন ভোর,
সে সুখ যে সুখ নয়
সে যে শুধু দেহ ক্ষয়
এ বোধটা শেষে হবে তোর।।