(ক)
মাঝরাতে দাদু বলে, "সেজে আনো পান।"
ঘুম ঘুম চোখে দিদা তাই দিয়ে যান
              দাদু মুখে পান পুড়ে
               দিল সে কান্না জুরে;
ফেবিকলে লেপা ছিল পানের গা খান।


                     (খ)
বর বউ ওঠে নাকো, বেলা বেড়ে যায়,
মরে গেল একসাথে, লোকে করে হায়!
            বর বলে অবশেষে,
            "খেতো, যে উঠতো শেষে,
তিন শের মোয়া বাজি ধরা ছিল ভাই।"