ঢ্যাং কুরা কুর কুর
আর পুজা নয় দূর,
ঠাকুরতলায় করে
কচিকাঁচা ঘুরঘুর।
খুশির আমেজে ঠাঁসা
ছানাপোনাদের মুখ,
পুজার আগাম রেশে
আনন্দে ধুকপুক।
'কখন দোমাটি জুরে
লাগে কখন আঙুল
সাদা রং কবে চাপে'
এ বাঁধায় হুলুস্থুল।
নিয়মিত ছোট-দল
প্রতিমা তলায় আসে
দোল খায় দল বেঁধে
মণ্ডপ গড়া বাঁশে।
কবে কোথায় কি খাবে
নানাজনে নানা বলে,
দুগগা পুজার মাঝে
বাজি না ফাটালে চলে?