ও কে যায়? ও কে যায়?
বিষাদের গাথা গায়
এই নিরালায় ভোরে।
কে আছিস তাকে থামা
ঐ যে গায়ে সাদা জামা
যা না কে আছিস দোরে।
কি তার গানের সুর!
অশ্রুতপূর্ব মধুর
জীবন ভাবনা ঘেঁষা।
কত যুগ কত কাল
পথ চলে সে বেহাল
সুখহীন মেলামেশা।
তার অন্তস্তল হতে
নিসৃতেছে হৃদ-স্রোতে
আপন খেয়ালী দুখ।
বাতায়ন হতে দেখি
চিনতে পারি তাকে কি?
পাঠশালে দেখা মুখ।
দেখি নাই কভু আর
কত সাল হয়ে পার
কেন সে আজ এখানে?
কি কথা জানাতে চায়?
নাকি সে জানতে চায়?
কেবা সঠিক তা জানে।


থেমে তার গাড়োয়ান
গরু বাঁধা গাড়িখান
দাঁড়িয়েছে পথ পাশে।
বাগানের ফুল গাছে
নানা ফুল ধরে আছে
কিছু তার পরে ঘাসে।


(চলবে)