শুনেছি ওপারে কোন রং নেই ।
কাম স্পর্শ বর্জিত কিছু নগ্ন দেহের অনর্গল আনাগোনা ।
শুধুই কষ্টিপাথর ঘষার শব্দ ।
ওরা বর্ণচোরা নয় ।
নয় কোনো রূপক চরিত্র !
তুলা যন্ত্রের দুই পাল্লা ওখানে সমান্তরাল ।
তাই মোমবাতি র আগুন রাজ পথকে আলোকিত করে না ।
ওরা অস্পৃশ্য কে স্পর্শ করে চেতনার স্পর্শে  ।
এখন অপেক্ষা শুধু সেই সাদা কালো ছায়ার ...
যার উদর হতে আসবে সেই ক্ষণজন্মা ওপার হতে  ।