বিদ্রোহের রঙ ঝাপসা হয়ে যায়,
শূন্যস্থানের শূন্যতা চলে বেড়ে।
অসহায় প্রেম রাস্তার কুকুরের মতো
দুবেলা আহারের তাড়নায় ভাগাড়ে ঘোরাঘুরি করে।
এ বসন্তে বিষাক্ত ছত্রাক ফোটে কবরে কবরে।
দাবানল ছড়ায় শ্মশানে।
পুড়ে ছাই হয় অহংকারের গল্প
বুঁজে যায় লালসার লেলিহান জিভ ।
হারিয়ে ফেলার ভয়ে বারবার যত আঁকড়ে ধরতে যাই,
অনু পরমানুর বিকর্ষণে দূরত্বটা বেড়েই যায়।
যেমন করে ঢেউ মিলিয়ে যায় বালু তটে এসে
নুড়ি পাথরের মত ঝিনুকের ধ্বংসাবশেষে,
তেমন করে ভুল বোঝা বুঝিরা
মিলিয়ে যায় সময়ের যাঁতা কলে।
যুগেরা আসে আর যায়
স্বেচ্ছাচারিতার গল্প পাতায় পাতায়‌।
কোয়ান্টাম তত্ত্বে হারিয়ে যায় অস্তিত্বের লড়াই
কৃত্রিমতার ফাঁদে ভুল হয় আসল নকলের ফারাক।
হঠাৎ যেন চেনা মুখরা মুখ লুকায় অচেনা কাব্যে
স্বার্থপরতার মলাটে ভারী হতে থাকে ভালবাসার গল্প।
নিস্তব্ধ চারিধারে চিল শকুনের বিকট চিৎকারে
অজস্র সহস্র কোলাহলে শেষ হয়ে যায় প্রত্যেকটা আমি।