"জুড়িয়ে দিল চোখ আমার
পুড়িয়ে দিল চোখ,
বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক"।
না বেণীমাধব, বিশ্বাস কর, সেদিন
আমার হিংসা হয় নি।
একজন দোকানি বাবার কালো মেয়ের বেনীমাধবদের প্রেমিকাকে
দেখলে হিংসা হয় না।
যাদের নিয়ে তোমরা কবিতা লেখ,
যাদের চোখ, মুখ, ঠোঁটের বর্ননা করে
মহাকাব্য লেখে তোমাদের কালিদাসরা,
যারা রোজ রাতে তোমাদের স্বপ্নকে
ভরিয়ে রাখে অপ্সরা হয়ে,
তাদের দেখে আমাদের হিংসা হয় না।
তোমার কবি কি বলেন জানিনা,
কিন্তু আমার সমাজ আমার বলে দিয়েছে
'আমার রং কালো'।
তাই লোকে বেনীমাধবকে চেনে,
পাড়ার সেই সেলাই দিদিমণির নাম কে'ই বা জানতে চায়?
আমরা তো রবি বাবুর কৃষ্ণকলি হয়েই খুশি।
"আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি "
সেই শাড়িতেই সেলাই করতে করতে
থমকে গেল জীবন আমার,
তাই সেদিন তোমার প্রেমিকাকে দেখে
চমকেছিলাম মাত্র।
না বেনীমাধব, বিশ্বাস কর আমার
হিংসা হয় নি।
সত্যিই তো যাকে যেখানে মানায়।
আমার কোনো আফসোস নেই,
ছেলে বেলার ভালোবাসাকে অসম্পূর্ণ অসমাপ্ত, অন্যের সাথে দেখে কোনো দুঃখ নেই।
তুমি আমার কথা ভাবো কিনা জানার
আর কোনো ইচ্ছাও নেই আমার।
তবু আমার সমাজ আমাকে যাই বলুক,
এ সমাজে আজও কালির পূজ হয়,
উর্বশী, মেনকা, রম্ভার নয়।