তারা বলেছিল প্রেম যদি আগুনে সাথে হয়, তাহলে পুড়েলেও নাকি জ্বালা হয় না।
পুড়তে পুড়েতে ছাই হয়ে গেলেও সে ছাই নাকি প্রজাপতির পাখায় লেগে উড়ে বেড়ায়।
মরে যাওয়া আগুনের গুনগুনে আঁচে রোজ রাতে যাদের দহন হয় প্রেমে
গোপনে সেই প্রেমই এসে নাকি আদর করে যায় তাদের।
জীবনের শেষ অস্তিত্ব কখনো ছাই হয়না পুড়ে আর সেটাতেই নাকি প্রেমের জয়।
যত নিষিদ্ধতা আছে শহর জুড়ে, নেশার মতো যারা অবশ অচেতন করে দেয় প্রতিনিয়ত,
রোজ রাতে আসক্তি যখন দুর্বিষহ হয়ে ওঠে,
যখন প্রেম এসে অঙ্গে অঙ্গে আগুন ধরিয়ে যায়
তখন দহনের আনন্দে মেতে ওরা।
আগুনে সাথে প্রেমে জ্বলে ওঠে তারা।
জ্বলতে জ্বলতে সবটুকু ছাই হয়ে গেলে ভোরের আলো ফুটে ওঠে।
টুপটাপ করে শিশির ঝরে পড়ে দগ্ধ নগ্নতায়।
তারা বলেছিল তখন প্রেম এসে জ্বালা জুড়িয়ে যায়।
তারা বলেছিল প্রেম তাদের সবটুকু অনুভুতি জুড়ে সম্মোহন করে রাখে,
তাই আগুনের সাথে প্রেমে জ্বলে গিয়েও জ্বালা হয়না তাদের।
তাই তারা কোটি কোটি প্রজাপতির রঙ বেরঙের পাখায় উড়ে বেড়ায় যতক্ষন দিনের আলো বেঁচে থাকে।
আর রাত নামতেই প্রেম তাদের তাড়িয়ে নিয়ে যায়, পুড়িয়ে দিয়ে যায়, জ্বালিয়ে ছারখার করে দিয়ে যায় আগুনে।