একবার যদি কখনো চোখের পাতা দুটো এক করতে পার সত্যি কোনোদিন,
আমি থাকব তোমার স্বপ্নের ঐ পারে,
উন্মুক্ত আকাশের ঘেরাটোপে দাঁড়িয়ে, বাতাসের ছন্দে তালে তাল মিলিয়ে,
বেসুরা গানের সুরে উণ্মত্ত হয়ে।
আবার হয়তো দিন শেষের ম্লান সূর্যালোকে পাড় ভাঙা বালিয়াড়ির ধারে খুঁজে পাবে আমাকে;
যখন যেমন করে পার, খুঁজে দেখো,
আমি থাকবো তোমার কল্পনার প্রত্যেক পাতায়।
জানি যত দিন যাবে  দূরত্ব আরও বাড়বে,
তবু কাঁটা তারের বেড়া ডিঙিএও আমি আসবো।
রাজনীতি, দুর্নীতি, দাঙ্গা-  সে তো চলবেই,
তবু হাহাকারের ভগবান আমায় মুক্তি দেবেন।
যদি কখনো মন কেঁদে উঠে এভাবেই, কোনোদিন যদি ভুল জেনে আফসোস হয়,
আমি থাকবো সেদিন তোমার সান্ত্বনা হয়ে।
শিশির ভেজা বিস্তীর্ণ মাঠে যে নরম ঘাঁসের ডগা তখনো থাকবে শুকনো,
জানবে সেটাই আমার জল শুকিয়ে যাওয়া ক্লান্ত চোখ।