এতটুকু ঘাস মেঘলা আকাশ
উড় চিল দিল পাড়ি,
উদ্দেশ্য তার নিরুদ্দেশ আজ
যাবে মেঘরাজার বাড়ি।
কালি দিয়ে আঁকা রামধনু রং,
তুলি দিয়ে আঁকা ঢ়েউ
কোথায় চলেছে, হারিয়েছে পথ
খবর রাখেনি কেউ।
রোদ্দুর তায় আজ ছুঁতে চায়
শিশির ভেজার গন্ধ,
ক্লান্ত শহর  ঘুমিয়ে নগর
মনের জানালা বন্ধ।
প্রভাত ফিরেছে দ্বারে দ্বারে ডেকে
ঘুমিয়ে শহর উঠিয়েছে তাকে,
পাখির কূজনেকলরব করি
আয় হাতে হাত ধরি।
রিমঝিমঝিম্ বৃ্ষ্টি ঝরেছে
কাগজের খেয়া পথেতে চলেছে,
হিজিবিজি মন কোথায় জীবন
দুঃখ রসেতে ভরেছে।।