আজ তার অভিমানের একফালি মেঘ তোমার আকাশে
বৃষ্টি হয়ে ঝরে পড়বে,
        যে বৃষ্টির প্রতিটা ফোঁটায় থাকবে
            তার অভিযোগের অনেক গল্প।
আজ দিন শেষের মলিন সূর্যালোক,
তার রঙিন দুখানি ঠোটের মত
তোমার দুচোখে ছড়িয়ে দিয়ে যাবে
তার শেষ রঙটুকু,
          সে আলোয় থাকবে বহু দিনের পুরনো,
             লুকনো কিছু ব্যাথার স্মৃতি।
বোতল বন্দি এই জীবনের আলগা ঢাকা বেয়ে
গড়িয়ে পড়া কিছু অবাঞ্ছিত
লাগামছাড়া সুখের সময়
আজ আর তোমার দামি কাঁচের
পেয়ালা ভরবে না।
         বরং তোমার প্রেমে পাথর হয়ে যাওয়া
            একটা হৃদয়ের কিছু টুকরোরা
             সযত্নের কৌটো ভেঙে
            ঝরে পড়বে তোমার মেহগিনির টেবিলে।


           ওই তরলের একটা ফোঁটা আর ওই
               কঠিনের একটা টুকরো
             ফের কোনোদিন মিলেমিশে
                 একাকার হবে না।
আজ তোমার সিগারেটের ছাইয়েরা...
তার অস্তিত্বের মত,
ধুলো হয়ে উডে যাবে মূল্যবান অ্যাষ্ট্রের বন্দি দশা ছেড়ে।
          


           জীবনের পথ বেয়ে
          এক পেয়ালা পানীয় যখন জমে যাবে,
এভাবেই সেদিন তোমার মতো ওই পাত্রটাও তন্নতন্ন
         করে তার একটুকর নরম হৃদয় খুঁজবে...