এপার বাংলা ওপার বাংলা
বেশতো আছি আমরা,
নজর না হয় নাই বা দিলে
তোমরা কিমবা ওরা।
সুখ শান্তির ভেলায় চড়ে
ভালোই যাচ্ছি ভেসে
জানতে নাহয় নাই বা পেলেম
কি হবে সব শেষে।


এপার বাংলা ওপার বাংলা
যাচ্ছে কেটে দিন
আমীর নাহয় হইনি তবু
হইনি তো আর হীন,
নদীর জলে গা ভাসিয়ে যাচ্ছি
তো বেশ চলে,
রোজই নতুন আমরা
তবু প্রাচীন যাইনি ভুলে।


এপার বাংলা ওপার বাংলা
আমরা মাঝে আছি,
ভাগাভাগির খেলায় আমরা অর্ধেক
হয়ে বাঁচি।
ভালোবাসা ভালোলাগা
মিলেমিশে চলা,
রাগারাগি ঝগড়াঝাঁটি
অনেক কথা বলা।


এপার বাংলা ওপার বাংলা
আর কটা দিন থাকি,
মনের কথা সই-এর সাথে
আছে বলা বাকি।
তোমরা আমরা ফারাক করি,
কাঁটা তারের বেড়া,
               এপার বাংলা ওপার বাংলা
                আসলে তো এক পাড়া।