ইন্দ্রনীল, আজ বহু বছর পরে চাপাপড়ে যাওয়া সম্পর্কের
ধ্বংসাবশেষ থেকে আবার নতুন করে তোমাকে খোঁজার
ইচ্ছে জাগল কেন আমি জানিনা।
ধুলমাখা প্রেমপত্রের পাণ্ডুলিপি থেকে অবিন্যস্ত এলোমেলো
লেখাগুলোকে সাজিয়ে আবার নতুন করে চিঠি লেখার
ইচ্ছা জাগল কেন আমি জানিনা।
কোথায় আছ তুমি ইন্দ্রনীল? ফেসবুকে? টুইটারে?
অদৃশ্য ইন্টারনেটের বাঁধনে কি কোথাও বাঁধা পড়ে
আছ তুমি?
কোথাও কি কেউ ইন্দ্রনীল সেনের নামে কোনও
চর্চা করে গেছে?
গুগুল কি তোমায় চেনে ইন্দ্রনীল?
পারমিতা বলেছিল ‘just go and google it,  হাজারটা ইন্দ্রনীল সেন পেয়ে জাবি’
-কিন্ত আমার হাজার জন ইন্দ্রনীল কে চাই না-
আমি শুধু একজন কে চাই, যাকে আমি বহুকাল ধরে
বন্দি করে রেখেছি আমার অন্তরে,
যে চলে যাওয়ার এতো বছর পরে হঠাৎ করে তাকে আমি
পাগোলের মত খুঁজে চলেছি।
মনেপড়ে তুমি বলেছিলে- ‘আমি ছুটব পিছে মিছে মিছে
পাই বা নাহি পাই...’
সে গতি কথাও এসে থেমে গেল কেন?
না পাওয়ার তাৎক্ষনিক বেদনায় সে পথ চলা
থমকে গেল কেন?
আজ এতগুল বছর পরে শান্তিময় বাধ্য জীবনে
থেকে তবু কেন অবাধ্য হয়ার এই ইচ্ছা ইন্দ্রনীল?
আন্ধকার রাস্তায় দাঁড়িয়ে এতদিন ধরে দাঁড়ানোর পরে
আজ এক ক্ষীণ আলোর উৎসকে তুমি বলে কেন
মনে হল হথাৎ?
একি নিছকই কাজ না থাকা অলসতার কৌতূহল?
না সত্যি কিছু পাওয়ার আগ্রহ?-
আমি জানি না, ইন্দ্রনীল।