সমুদ্রের কোলাহল জমাট বাঁধলে কি পাহাড় হয়ে যায়?
তুমি বসন্ত আনতে পার নি, কিন্তু একটা হিম শীতল
শুষ্ক, বেরং শীত অবশ্যই উপহার দিয়েছ,
আমি ধন্য।
চোখের জল জমাট বাঁধলে কি মুক্ত হয়ে যায়?
তুমি ঝর্নার গান শোনাতে পার নি, কিন্তু আমার জন্য
একটা মরুভূমি তো বানিয়ে দিয়েছ,
আমি কৃতজ্ঞ।
একটা জীবন জমাট বাঁধলে কি বেঁছে থাকা যায়?
তুমি প্রান দিতে পার নি, কিন্তু একটা দুর্ভেদ্য
স্তব্ধতা  তো এনে দিয়েছ,
আমি সত্যিই ঋণী।
ধন্যবাদ তোমাকে একটা বরফ সাদা শীতল মনের জন্য,
ধন্যবাদ তোমাকে একটা হৃদয় ব্যাপী মরুভূমির জন্য,
ধন্যবাদ তোমাকে ভয়ঙ্কর স্তব্ধ জীবনের জন্য।