ফরাসি সুগন্ধ পাঠালাম মেঘের হাতে,
সঙ্গে এ মরশুমের কয়েক কুচি স্নো-ফ্লেক্স
যারা বাতাস ময় মিশে আছে আশ্বিনের একটি ঘাসের
আগার উপর একটি শিশির বিন্দুর মত।
আমি জানালা খুলে দিলে ঋণাত্মক উষ্ণতা আমাকে
জাপটে এসে ধরে।
ফুসফুস থেকে একটা কাশি এসে জানান দেয়,
কেন এ দু:সাহস;
কী? অসুখ করবে?
করলে করবে!
থাম তুই বৃদ্ধ আত্মা, আমার যৌবনটাকে তোর ব্ল্যাক
হোলে পুড়িয়ে মারিস না।
এই প্রনয় ঘোরে যদি অচেতন মরি...!
তুমি তো আছ,
কোলকাতার এক কোমর জমা জঞ্জাল থেকে
হাকিমের একটা পুরিয়া পাঠিয়ে দিও হাওয়ায় হাওয়ায়!
সুখে থাকো তুমি রোজকার রোজনামচায়, চেনা জনতার কোলাহলে।
আমার পাগলামি আমাকেই মানায়, এই অচেনা শীতলতায়;
তবু বল দু:সাহস কটা লোকই বা দেখাল?