মন রে বল তোরে রাখি কোথায়?
মাটিতে রাখলে উইএ ধরে, মাথায় খায়  পোকায়।
এমন কোনো জায়গা কি বল আছে দুনিয়ায়
তোরে আমি যত্নে রাখি বিনা চিন্তায়।
হাওয়ায় দিলাম ভাসায় তোরে,
তবু উড়লি কোথায় তুই
তোর লাটাই ধরে টানে যেজন
এখন সে বেটা কই?
না পারলি উড়তে তুই, না পারলি পড়তে,
নারকেল গাছের পাতার ফাঁকে ঝুলে রইলি ওই।


মন রে বল তোরে রাখি কোথায়?
জলে রাখলে সর্দি লাগে, স্থলে বাতের ব্যথায়।
কোন রাজার কোন সিন্ধুকে কে মায়র তালা দিয়ে যায়,
সেথায় তোরে রাখবে কে বল সবার থেকে বাঁচায়?
খোলা মাঠে ছেড়ে দিলাম নিজের মত চরতে
কুঁয়ায় কেন দিলি রে ঝাঁপ, কিসের লাগি মরতে?
যেজন হয়ে নিশি তোরে ডাক দিয়ে গেল
বিপদে তুই পড়লি যখন, সে কি বাঁচাতে এল?
না পারলি মরতে তুই, না বাঁচতে শিখলি
অপাত্রে জলের দরে নিজেকে কেন বেচলি?