চোখের পাতা থেকে ঠোঁটের নীচের তিল,
গালের টোল থেকে আকর্ষনীয় এই শরীর,
সমস্তটাই কৃত্রিম, সমস্তটাই মিথ্যা প্রলোভন।
-কিন্তু এটাই তো চাও তোমরা;
তোমাদের ঝাপসা চোখের দৃষ্টি নিত্য নতুন রংবাহারি চমক খোঁজে।
তোমাদের মননের রাজকন্যা কখনো বার্বি ডল,
কখনো কিম কার্দেশিয়ান বা কখনো ঐশর্য রাই হয়ে ওঠে।
তোমরাই কালো মেয়েটাকে কালি,
মোটা মেয়েটাকে হাতি,
লম্বায় ছোটকে গেঁড়ি বলেছিলে,
তোমরাই গ্রামের সাদা মাটা সরল মেয়েটাকে বেহেনজি বলেছিলে।
দেখ, আজ তারা সকলেই বদলে গেছে,
ছুঁচের ডগায়, কাঁচির ধারে, ছুরির নীচে অনেক কষ্ট সহ্য করে তারা হয়ত তোমাদের কল্পনার, তোমাদের ধরাছোঁয়ারও বাইরে চলে গেছে।
আজ আর কেউ নেই যার হৃদয় বলে একটা সত্যিকারের জিনিস আছে।
লক্ষটা কাটা ঘায়ে আর সহস্রটা সেলাইয়ের দাগে
এক একটা কালি, হাতি, গেঁড়ি, বেহেনজিরা তোমাদের প্রত্যাশিত মননের সুন্দরী হয়ে উঠেছে।
-কিন্তু সমস্তটাই কৃত্রিম, সমস্তটাই মিথ্যা মরিচীকা মাত্র।
চাল, চলন, রূপ, রঙ, এমনকি মনটাও।
-এরপরও প্রত্যাশা করো কি করে যে এই কৃত্রিম সুন্দরীরা তোমাদের সত্যি করে ভালোবাসবে!
-এরপরও প্রত্যাশা করো কি করে যে তোমাদের জীবনে কোনো বাস্তব প্রেম থাকবে!