আমাদের একটা একচিলতে রোদ ঝলমলে ছোট্ট বারান্দা হবে।
দক্ষিণের বারান্দা।
একটা দোলনা টাঙাবো তার এক কোনায়।
আর তার ঠিক বামপাশে থাকবে একটা রাধাচূড়া গাছ।
বসন্তের প্রথম বাতাসের দোলায় সারা দুপুর ধরে
অনেক ফুল ঝরে পড়বে সেই বারান্দায়।
আমাদের অলস রবিবার গুলো বারান্দার মেঝেতে
ফরাশে গড়াগড়ি দিয়েই কেটে যাবে।
কত নাম না জানা পাখির কিচিরমিচির
দূর থেকে ভেসে আসা গরুর ডাক,
আর শান্ত স্নিগ্ধ বাতাসে
তোমার বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে শুয়েই সন্ধ্যা নেমে আসবে।


আমাদের একটা একচিলতে তারায় সাজানো বারান্দা হবে।
দক্ষিণের বারান্দা।
এক পাশে দুটো পাশাপাশি মোড়ায় বসে সন্ধ্যার চায়ে মজে যাব আমরা।
তার ঠিক ডানদিকে একটা মাধবীলতা গাছ দেয়াল বেয়ে সিলিং জুড়ে থাকবে।
বসন্তের প্রথম সন্ধ্যায় তার মাতাল করা গন্ধে ঘোর লাগবে আমাদের।
আমাদের অফিস ফেরত আলসে রাতগুলো রেডিওর ধিমে আওয়াজে
আকাশে কালপুরুষ সপ্তর্ষিমণ্ডল বা ক্যাসিওপিয়া আঁকতে আঁকতেই কেটে যাবে।
গভীর রাতে ঝিঁঝিঁ পোকার ডাক যখন গাড়ো হবে
গা ছমছমে নিস্তব্ধতায় তোমায় জড়িয়ে ধরে ঘুম নেমে আসবে আমার চোখে।