আমি বিক্রি হবো সেই বাজারে
     মূল্য যেথা ভালোবাসা,
স্বার্থের দুনিয়ায় যায় না পাওয়া দাম
    কেঁদে মরে সব আশা ।

ভরসা বিশ্বাস হারিয়েছে আজ
      ভালোবাসা মূল্যহীন,
হৃদয়  চায় শুধু ভালোবাসা
       ভালো বাসা অর্থহীন।