ফিরে এসো আমার জীবন প্রদীপ নেভার আগে
আমার শেষ স্পন্দন থামার আগে
অনেক না বলা কথা যা বলা হয়নি আজও
মান অভিমান ভুলে এসো একটি বার
নাহলে আফশোস থেকে যাবে তোমার মনে
যখন দেখবে আমার শরীর মিশে গেছে
নীল দিগন্তের শেষ সীমানায় ।
ফিরে এসো প্রিয় একটি বারের তরে
আমি চাইনা ফিরে পেতে তোমার মন
তবু আমার না বলা কথা গুলো শোনো একটি বার
আমি জানি আমার ইচ্ছার মৃত্যু হয়েছে বারবার
তাতে তোমার কোনো দোষ নেই
দোষ আমার আমার ভাগ্য রেখার
যেখানে ভগবান সুখ লেখেনি, লেখেনি শান্তি
লিখেছে শুধু রাশি রাশি যন্ত্রণার কথা।
তুমি ফিরে এসো একটি বার
আমার জীবনের গোধূলি বেলায়
আঁধারে ঢেকে যাওয়ার ঠিক আগের মুহুর্তে।
আমার অভিমানি প্রেম নাহয় তোলা থাক
পরের জন্মের জন্য, যদি পাই আবার তোমাকে
তখন না হয় মিটিয়ে নেবো মান অভিমান
এজন্মে না হয় থাক, তুমি থেকো চির সুখে
আমি ব্যর্থ, হেরে গেলাম ভালোবাসার যুদ্ধে
তুমি লড়াই করো, বারবার জিত হোক তোমার
হারের মুকুট না হয় থাকুক আমার জন্য
এটুকু নিয়ে সুখী হোক আমার সরল মন।
আমার মনের গহীনে থাকবে তুমি চিরকাল
রাখবো লুকিয়ে, রাখবো তোমায় সযতনে
পরের জন্মে ঠিক তোমার হবো এই সান্ত্বনা মনে।