একরাশ শূন্যতা নিয়ে আজো আছি বেঁচে
সুখের অপেক্ষায়  আমি আজ ক্লান্ত।
হতাশা আর যন্ত্রণা গ্রাস করেছে আমাকে
দুর্বিসহ লাগে এই নরকের জীবন।
কেন আমার জীবনে এলো না সুখের দিন,
মরু সম জীবনে কেন কেউ এলো না
শ্রাবনের বৃষ্টি ধারা নিয়ে ‌।
রক্তাক্ত হৃদয়ে কেন লাগালো না প্রেমের প্রলেপ
শুষ্ক অধরে  কেন কেউ দিল না ঢেলে প্রেমসুধা
রঙহীন এই জীবনকে কেন কেউ রাঙালো না
বসন্ত পলাশের রঙে ।
আমার সমস্ত অন্যায় আবদার মেনে নিয়ে
কেন কেউ গ্রহন করলো না আমাকে ।
অপেক্ষা করতে করতে জীবনে এসেছে কালবেলা
আমিও চাই না  আমার অভিশপ্ত জীবনের
ছোঁয়ায় কারুর জীবন হোক কলুষিত।
সবাই থাক তাদের সুখের জীবন নিয়ে
আমি না হয় রব একান্তে নির্জনে
জীবনের অন্তিম অপেক্ষায।