কবিতা শুধু নয় চাঁদ ফুল তারার বর্ণনা
নয়  মিলনের খুশি কিংবা বিরহ বেদনা।
পলাশের রঙে হয় না  রাঙা বসন্ত ফাগুন
কবির কলমে ঝরে প্রতিবাদের আগুন।


কবির কাঁধেও আছে সমাজের কিছু দায়
চারিদিকে আজ এতো অনাচার,  অন্যায়,
তুলে ধরে কবি সমাজের ছবি জনগণ মাঝে
সময় নেই কবিতা পড়ার, মানুষ ব্যস্ত কাজে ।


ঘটছে ঘটুক যেখানে যা খুশি, লাগুক মরণ মেলা
আমি নিরাপদ এইতো অনেক দেখে যাই খেলা।
বন্ধু , পাশের ঘরে যদি দেখো লেগেছে আগুন
তোমার জীবনে বলো কেমনে আসবে ফাগুন।


তাই বলি শোনো রেখো নাকো মুখ বন্ধ
প্রলয় তো আসবেই, যদিও সেজে থাকো অন্ধ।
যে ভাবেই হোক অন্যায়ের প্রতিবাদ করো
তলোয়ার না হোক, শক্ত হাতে কলম ধরো।


যাদের কলমে ঝরছে দেখো প্রতিবাদের ভাষা
তাদের প্রেরণা যোগাতে পারো দিয়ে ভালোবাসা।
কিন্তু হায়, অদৃশ্য নীরবতায় ঘেরা পাঠক সমাজ
অতীব কঞ্জুস তারা, কোনো মতামত দেয় নাই আজ।