অভিনয়ে বাঁধা ঘর হয় না চিরস্থায়ী
বিচ্ছেদ হবেই জেনো সে যে ক্ষণস্থায়ী।
অবহেলার যন্ত্রণায় হৃদয় বিয়োজন
অরন্যে রোদন সম, প্রয়োজনে প্রিয়জন।
আবেগের জীবনে কাউকে পাইনি কাছে
একাকীত্বের শহরে খুঁজে ফিরি শুধু মিছে।
সময় শোনেনি কথা আপন খেয়ালে বয়
অপেক্ষার প্রহর গুণে সময়ের অপচয়।
ব্যর্থতার চাদরে মোড়া ভালোবাসার ঘর
পারিনি বুঝতে আজও আপন  পর।
মরুভূতে ফোটেনি ফুল বসন্ত বেলায়
নিরাশার আগুনে স্বপ্ন ছাই হয়ে যায়
নীরব অভিমান নীরবেই থাক আজীবন
অলিখিত প্রেমের হবে নিঃশব্দে মরণ।