লক্ষ যোনি করে পার লয়েছো জনম
জীব মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জনম।
করো না নষ্ট হেলায় সাধের জীবন
প্রভু পদে রাখো মতি পাবেই শরণ।
কর্ম যেমন করবে, ফল পাবে তাই
অসৎ পথে ধনের কোনো মূল্য নাই।
সাধ্যের মধ্যে চলতে যদি পারো তুমি
জীবন সুখের হবে স্বর্গ হবে ভূমি ।
পাপ পুণ্য বোধ যদি ,না থাকে তোমার
সাধের মানব জন্ম যাবে যে বেকার।
হিংসা দ্বেষ লোভ ঘৃণা না থাকিলে মনে
জগতে থাকিবে তুমি সবার মননে।
সন্তোষ রেখো জীবনে হবে তুমি সুখী
সাধ্যের বাইরে গেলে হবে তুমি দুখি।