জীবন প্রাঙ্গণে করেছি যে কত খেলা
খেলার সময় শেষ, এসেছে গোধূলি বেলা।
বেলা বয়ে যায় নেইতো সময় আর
আর পাবো না ফিরে চাইলেও শতবার।
বারবার আসবে না ফিরেএই যৌবন
যৌবন কাননে ভ্রমর করবে না গুঞ্জন।
গুঞ্জন সুরে মাতবে না মন সন্ধ্যায়
সন্ধ্যায় বসে দিন গোনা ওপারের অপেক্ষায় ৷
অপেক্ষায় কাটে দিন ছিন্ন হবে মায়া
মায়ার বাঁধন ছিঁড়ে চিতায় যাবে কায়া।
কায়া সাজিয়েছি এতদিন সুগন্ধি আতরে
আতর চন্দনে শেষে, ঢাকা সফেদ চাদরে।