বাস্তবে পরিণত হয়নি  কোনো স্বপ্ন
জীবন  যেন এক নক্সিকাঁথার  গল্প
অমাবস্যার অন্ধকারে ঘেরা  পৃথিবী
পূর্ণিমার অপেক্ষা করতে করতে ক্লান্ত।


আগ্নেয়গিরি সম জ্বলছে হৃদয় ক্ষত
শান্তির মলম খোঁজে ধুঁকছে জীবন।
প্রেমের সুতোয় গেঁথে ছিলাম  মালা
পড়ে আছে ফুলগুলি একাকী বিবিক্ত।


ভেসে যায় স্বপ্ন বাস্তবের নোনা জলে
অপেক্ষায় ভবিষ্যত আরো বিস্ময় নিয়ে।
অতীত সেতো শূন্যতায় ভরা শুধু ইতিহাস
হিংস্র বর্তমানে রয়েছে কেবল দীর্ঘশ্বাস।


স্বপ্ন নিয়েই খাঁচার পাখি একদিন যাবে উড়ে
মুক্তির আশায় অজানার পথে দিবে পাড়ি।
মিটে যাবে সেইদিন জীবনের সব লেনদেন
শান্তির ঘুম আসবে নেমে স্বপ্ন ভরা চোখে।