চেয়ে আছি অতীতের খোলা জানালায়
জমেছে ধুলো আজ স্মৃতির পাতায়।
বর্তমান দিয়েছে শুধু  কষ্ট উপহার
সহিতে পারি না আর বেদনার ভার।
ক্লান্ত মন আজ  ফিরে যেতে চায়
যেখানে ছিল না জীবনের কোনো দায়।
হাসিখুশীতে ভরা ছিল শিশু মন
সুখের ঠিকানার নাম বাল্যজীবন।
এখন ছুটছে সবাই সুখের সন্ধানে
বুঝলো না কেউ আজ জীবনের মানে।
ভালো নেই কেউ আজ, জর্জরিত সমস্যায়
নকল হাসি লেগে থাকে ঠোঁটের রেখায়।
কারো জন্য আজ কারো কাঁদে না হৃদয়
অনুভূতিহীন সব, কেউ নয়কো সদয়।
ঠিকানা বিহীন পথে উদভ্রান্ত মানুষ
সুখ, সেতো সময়ের স্রোতে উড়ন্ত ফানুস।