ভুবন রাঙ্গা ভাল বাসা  
একটু গায়ে মাখি  ?
পারি যদি অন্তরেতে
যতন করে রাখি  ?
কেউ    করবে না তো মানা?
       কারো পড়বে না তো কম?
ইচ্ছে করলে নিতে পার
শুধু--তোমায় দিতে পারি প্রিয়তম।
আপন ছাড়া  দরজা খোলা
যায় না হৃদয়ের,
যায় ঝামেলা কতই থাকে
এই অপরিচিতের।
তুমিই বল কেমন করে
খুলি তখন দ্বার,
তোমার মত সভ্য হল
সবাই কি রে আর  ?
তুমি আপন তুমি স্বজন
চাইতে পার সব,
তোমায় দিলে লোকালয়ে
উঠবে না কো' রব।
আমার যা সব তোমায় দিলাম
তোমার এ সব কার  ?
না দিলে কি জোরে আদায়
হয় সে অধিকার?
তুমি আমার আমি তোমার
প্রেমের বিনিময়ে,
তোমায় পেয়ে যে আনন্দ
নেই তা রাজ্য জয়ে ।