(এক)
অধমের ভালবাসা
  কেউ নেয় না,
  হাতের গোলাপ পানে
  কেউ চায় না।
না ফুটিয়া ফুটিল ফুল,
গেল না মনের ভুল,
  স্বপনে খুঁজে ফিরি
  হারা নদীর কূল ।
আমারই আমি নই
তোমারে পাব কই?
  বৃথা তোমারি লাগি
   (সই)  করি হৈচৈ ।


  (দুই)
  হৃদয়ে প্রেম নাই , দেব কি?
  পাতিলে ভাত নেই ,খাবো কি?
  অভাবের  তাড়নায়;
   নেমেছি পথে হায় !
   প্রেম থাকে সুখের ঘরে
   কল্পনায়ও পাই না তারে,
   সুখ শুধুই মোর কল্পনা রে
  সহজ কথার  গল্প না রে।