বিরহের গান গাই ,
               ব্যাথা ভরা প্রাণ, প্রিয়তমা নাই ।
               জ্বালিয়ে-পুড়িয়ে শুদ্ধ করিতে প্রাণ,
               তোমার দেয়া ব্যথা গুলো তাই মূল্যবান।
               তিলে তিলে দগ্ধ হউক হৃদয়ের প্রতি কোষ-কলা,
               কঠিন-দূর্গম হউক এ-জীবনের ভালবাসার পথ চলা।
               তুমি নাই যেখানে আর কি থাকার আছে সেথা দাম,
              রিক্ত মরুভূমি জীবনের নাম—শূন্যের কোঠায় লিখিলাম।
                          বসন্ত আসে  হেথা ;মোর জীবনে রিক্ত হাতে একা,
                          ফুটেনা ফুল বহে না মলয়,  গাহে না মধুসখা।
            তোমার বসন্ত উদযাপিত হয় ফুলে ফুলে গানে গানে,
             এ -আনন্দ-মুখর সুর বাজে মোর ব্যথা হয়ে প্রাণে।
            যত নাই নাই করি এ -জীবনে ততই দুঃখ বাড়ে,
           না পাওয়াকে নিয়েছি আজ তাইত আপন করে।
             যা চাই আজ তাহাই পাই, পাই রিক্ত তিক্ত শূন্যতা,
             তাই  হৃদয় মাঝে ব্যথা বলে আজ নাই কোন কথা।
                           সবাই ভাবে নিঃস্ব আমি—রিক্ত-বিরহী,
                           এই বিরহের ব্যথা গুলো কেমন করে সহি।
               সইতে সইতে হয়েছি সহনশীল,
               ব্যথা গুলো সুখ-সুধা হয়ে স্পর্শ করে দিল।


         --------------*********-----------
   রচনার তাং- ৩০/০৭/২০১৩ইং।  দুপুর -১:৩০ টায়।
    স্থান:ফৌজদার হাট,চট্রগ্রাম।