(এক)
   সাগরে জোঁয়ার জাগে চাঁদের টানে,
  আমার মন ছুটে যায় তোমার  পাণে।
               আমার গুন্ গুন্
               বারিধির কলতান,
               দুটোতেই এক সুর—
               বিরহের জয় গান।
           ———***————
                   (  দুই  )
  কে তোমায় ভালবাসে বেশী?
  যার সাথ করছ বসত —সে না আমি?
   সব জানেন অন্তর্যামী।
  যার চোখে ঘুম নেই  তোমারে চেয়ে,
(আর) যে জন ঘুমায় সুখে বুকে তোমায় পেয়ে—
       বল কে?
    আমি না সে?
   জানি,  তুমি আজ তারি।
   তার কথাই বলবে সারি সারি।।
   বলতে শোনা যায়—
   "যার নুন  খাই তার গুণ গাই।
—————*****—————
                (  তিন  )
          চাঁদ থাকে দুরাকাশে
          চাতক মাটির কাছে,
           পাবে না তবু তারে
           কেন এত ভালবাসে?
           যারে পাওয়া যায়না
           থাকে দুর পরবাসে,
           কি লাভ ,কি সুখ;
           তারে এত ভালবেসে?
          জানে চাতক কি সাধ
          তার এই বিরহে,
          তুমি আমি চাতক নহি
          বুঝিব তা কিসে হে  ।
          হলে স্বভাব চাতক সম
           পাবে সুখ বিরহের,
          মিলন-মধুর প্রেম হায়
           সেত শুধু ক্ষণিকের।
        ————*****————-—
                       ( চার  )
             থেকো তুমি বুকের কাছে
              যেওনা গো হারিয়ে,
              আরো কাছে নিতে পারো
               দু'টি হাত বাড়িয়ে।
       -------***-----------
                    (  পাঁচ  )
        পেলাম না তোমায়, তাই-
         বুঝি এতো ভালো লাগে?
         এত ভাল বাসি ফুরায়না তবু,
          এত প্রেম কই থাকে?
         ফুলের মতো নহ কাছে তুমি;
          তুমি যে দুরে চাঁদের মতো,
          দুরে থাকো তাই বুঝি
          মোর প্রাণ উথলায় এতো?
     -----------****------------
                           (  ছয়  
     ভাবছো তুমি দুরে আছ
      পেলাম না বুঝি তাই?
     ক্ষণে ক্ষণে আমি হেরি তোমায়
    ( মোর)  হৃদয়ের আঙ্গিনায়।
     -------*****--------------
তাং-১৩/০১/২০১৩ইং।
স্থানঃ   শুকতারা দীঘির পাড়,চট্রগ্রাম।