সে এক মন
কোন গভীর অন্ধকারে
তাকে খুঁজেছি কত
প্রতি মুহুর্তে অতীত কাল হতে।
কত অকারণ অপমান
কত অসহ্য যন্ত্রনা
আমি লুকেয়েছি।
সে এক মন
থাকে আমি দেখিনি কখনোও
সে আমায় নিয়ে গেছে
কোথা থেকে কোথায়।
পাগলের মত দিশাহীন এদিক ওদিক চাই-
তবুও এলো কি এলো না সে,
অসহ্য রৌদ্রের তাপ
শুকায় আমায় চোখের জল
কোন এক দস্যি ছেলে
নির্মম হাঁসি হেঁসে বলে
সে তো কোথাও নেই।