কবিতার সিঁড়ি বেয়ে  নেমে আসে ও –
মনের গভীর জঙ্গল থেকে ঘুম ভাঙ্গা পাখির মত  জেগে উঠি আমি ,
প্রতিটি শব্দের ভিতর ডানা মেলি –
অজস্র দুঃখ অসহ্য যন্ত্রণার ভিতর নিমগ্ন একটুকরো আমি আর সুখ মুখোমুখি –
দেখা হয় আমার তোমার আবার –
আমি ছুঁয়ে দেখি তোমায় , আমি ছুঁয়ে দেখি আমার আমিকে ,
শব্দ বর্ন অক্ষর পড়ে থাকে একা একা  বইএর ভিতর মুখ গুঁজে ,
কবিতার সিঁড়ি বেয়ে আমিও হেঁটে চলি ধূসর জগতে তার পিছু পিছু –
আমার চোখের ভিতর জাগে এক অজানা অদেখা পৃথিবী –
আমি হারিয়ে যাই এক নিমেষে , আলো আঁধারের খেলার মত
খেলি লুকোচুরি নিজের সাথে আনমনে –
তারপর ফিরে আসি নিরুদ্দেশ ঠিকানায় ।