বর্ষার আগে খাদ্য সঞ্চয়ে ছোটে পিপীলিকা দল –
বাঁচার লড়াই জানে তারা প্রাকৃতিক দুর্যোগে,
দলে দলে চলে তারা –নেই মতভেদ ।
গাছের নতুন বড় পাতাটির নিচে অথবা কোটরে
পাখি  খোঁজে নিরাপদ আশ্রয় ,
নতুন বাসাটি বেঁধে নেয় সে ঝড় আসবার আগে,
তার নেই কোন মনে দ্বিধা।
আর আমি ,
প্রস্তুত আছি, অস্ত্র সুসজ্জিত নৌবহর ,
শক্তিশালী পরমাণু বোমা ,যুদ্ধ বিমান নিয়ে –
আমার নিজের সাথে নিজের লড়াই –
ফ্যাসিবাদ-নাৎসিবাদ ,গণতন্ত্র ,
উত্থান  নাকি শুধুই পতন ?