এত স্বাধীনতা পাখি কোথা পাস?
বলে দে আমায় –
তোর নদী স্নান ,আকাশ উড়ান
তোর জীবনের গাওয়া যত গান
কোথাও কি নেই মানা ?
একটু আমায় জানা ।
আমি নয় , আমার একটা কবিতা না হয়
আজ পাখি হয়ে যাক ,পাখি তোর সাথে
আকাশে মেলুক ডানা –
আমায় একটু আকাশ চেনা।
যেন তোর মত গান গাইতে পারে
কবিতা আমার জগত মাঝারে –
যা  আমি লিখতে চাই  
হয়নি এখনো লেখা –
সময় গেছে বৃথা
হাজার কবিতায় গড়া এক
শূন্যতায় ভরেছে কেবল পাতা -
দে পাখি দে ,
একটা আকাশ আমাকেও দে –
সে স্বাধীন আকাশে প্রতিবাদী হয়ে
জ্বলে পুড়ে যাক কবিতা আমার –
কালো মেঘের বজ্রাঘাতে -
নয়তো আনুক একটু  খোলা আকাশের নীল আমার চোখে ।  
পাখি তোর মত করে একটু না হয়
আজ আমায় বলতে শেখা –
আমায় একটু স্বাধীন শব্দ চেনা-
ঠিক তোর মত পাখি আজ আমায় বাঁচতে শেখা।