আমার চোখের জলে ঊর্বর জমি,
সবুজ চারিদিক।
ওখানে শিল্প হবে,বলছে গুণীজন ।
আমি মূর্খ চাষা, হঠাৎ ভয়ে কাঁপি,
জাগি সারারাত।
বোমার আওয়াজে ঘুম ভেঙে যায়-
শহর থেকে গ্রাম রক্তে রক্তে লাল।
ও কিসের উল্লাস-
ও কিসের অট্টহাসি-
ওলট পালট জীবন,
ছিন্ন ভিন্ন দেহ-
বাতাসে ভাসে মানুষ পোড়া গন্ধ।
চারিদিক জুড়ে বিস্ফরনের আওয়াজ।
পাগল হয়ে ফতেমাকে খোঁজে,
ওই সামসুর নিশ্চয়ই।