দেখ দেখ ওই নদীর বাতস বইছে কেমন-
মানেনা তোমার শাসন –
এদেশ থেকে ওদেশ পেরোল কখন।
জানো কি?
দেখ দেখ ওই উড়ছে পাখীটা আকাশ জুড়ে,
জানেনা ও – আকাশের ও নাকি সীমা আছে।
জলের উপর ও আছে দাগ-
জানেনা মাছের ঝাঁক।
ছোট ঘাস ফুল দুলছে দোদুল,সীমার এপারে-
ভ্রমর ভ্রমরী ঘোরে গায় গায়,
তোমার হাজার বন্দুক থাকে পাহারায়,
তবু দেখ,এদেশের ফুলে, ওদেশের ভ্রমর- ভ্রমরী
কেমন মধু খায়।
ওই দেখ ওই এলোকেশী ঝড় ঝাপটা মারছে জোরে
এদেশের ধুলা ওদেশ মেখেছে-
শাস্তি দেবে কাকে?
দেখ দেখ- ওই আকাশ কালো-
বৃষ্টি নেমেছে বুঝি,
মুছলো কি সীমারেখা?
ওদেশের জল এদেশে গড়ায়-
মনে নেই কোনো তার দ্বিধা।
তোমার নাকি বিশাল সৈন্যদল,
তোমার নাকি বিশাল অস্ত্রবল।
দেখ দেখ ওই তোমায় দেখে
হাঁসছে আকাশ, হাঁসছে বাতাস, হাঁসছে পাখীরদল।