ভালো না হয় নাই বা বাসলে মোরে -
ভিক্ষের ঝুলি বাড়িয়ে দিও না তবু,
নাই বা হলেম তোমার মনের মানুষ -
দয়ার এ দান গৃহীত হবে না কভু।
ভেঙেচুরে প্রেম করেছি বারংবার -
চেয়েছি নিজেকে তোমার ছাঁচেতে গড়তে,
আমার প্রেমের দিয়েছ কি কোন দাম!
পারতে না কি খানিক মূল্য দিতে?
দেখবে তুমি -
একদিন ঠিক মিলিয়ে যাব মেঘেদের ভেলা চড়ে -
তারাদের সাথে চলবে আমার লুকোচুরির খেলা,
হয়তো ক্ষনিক ভাবনা ভাবাবে স্মৃতিদের হাত ধরে -
ধুসর রঙীন ছবিরা সাজাবে মন কেমনের মেলা।
সেদিন তোমার দুচোখ যদি বা দেখতে আমাকে চায়,
মনে রেখো তুমি -
চাইলেও আমি ফিরব না আর তোমার আঙিনায়।
আজও আমায় "ভালোবাসি" বলতে দু ঠোঁট কাঁপে,
বুঝবে সেদিন -
এমন মেয়ে যে হাজার খুঁজেও পাবে না এ তল্লাটে।।


       *****************