আজ না হয় হোক শুধু শূণ্যতারই কথা -
বিষণ্ণময় মেঘলা দিনে আমাদের রূপকথা।
কান্না ভেজা চোখে -
     আমার দু'চোখ খোঁজে তোকে,
তোর গহিন প্রেমের পরশ দিয়ে বেঁধে রাখ আমাকে।
এক সমুদ্র দূরত্বে আজ দাঁড়িয়ে আছি মোরা -
     তোর গায়েরই গন্ধ পেতে মন যে দিশেহারা।
কাঁধেতে তোর রেখে মাথা চোখ ভিজে যায় কষ্টে,
     ভালোবাসায় হৃদয় রঙিন -
              তবু শূন্য ঝুলি অদৃষ্টে।
সবটা জেনেও পাগল এ মন ভালোবেসেই সুখী,
     তোর আর আমার গল্পটা হোক কিছুটা জীবনমুখী।
তোর মত মন বোঝে ক'জন মুখোশধারীর ভীড়ে,
     স্বপ্ন দেখাস হাতখানি মোর শক্ত করে ধরে।
মন হয়েছে সাহসী আজ, শৃঙ্খলাবদ্ধ তনু -
     তোর প্রেমেরই গভীরতায় হলেম নতজানু।
ভস্ম থেকে জন্ম নেওয়া আগুন পাখির ন্যায় -
     বেঁধেছি মোরা সুখের সে ঘর শুধুই ভালোবাসায়।
সেথায় যে মোরা সোহাগে আদরে পেতেছি সংসার,
     তুই যে আমার প্রাণের মানুষ -
              আমার অহংকার।।


---------------------  X  --------------------