ঘন কালো মেঘে ছেয়েছে আকাশ -
     গুমোট একলা মন,
বাদল মেঘের অভিসারিকা -
     বৃষ্টি যখন তখন।
বাইরে বৃষ্টি, ভিতরে বৃষ্টি -
     সিক্ত আমার প্রাণ,
বানভাসি এই ধরিত্রীতে -
     আকাশের অভিমান।
আকাশের কষ্ট হলে -
     মেঘ হয়ে বুকে ভাসে,
আর, মেঘেদের অভিমানে -
     বৃষ্টি নেমে আসে।
বৃষ্টি আসে, বৃষ্টি যায় -
     সবুজ বসুন্ধরা,
কারোর শরীর সিক্ত আজিকে -
     কারোর হৃদয়ে ক্ষরা।
জানালার কাঁচে বৃষ্টির ফোঁটা -
     জলছবি এঁকে যায়,
জমানো অনেক গল্প কথারা -
     না বলাই থেকে যায়।
অতীতের স্মৃতি ঘুরপাক খায় -
     বৃষ্টি থামার শেষে,
কাকভেজা মন ডানা ঝাপটায় -
     মুক্তির আশ্বাসে।
নিকষ কালো দুঃখের মেঘে -
     সুখের আলোরা নিখোঁজ,
রোদ্দুর আজ নিয়েছে বিরতি -
     আঁধার করেছে রাজ।।


   **************