সাজানো গোছানো পরিপাটি এক হৃদয়ের অন্তঃস্থলে -
       হঠাৎ নামে অসময়ী বৃষ্টি।
সিক্ত হিয়া দুহাত বাড়িয়ে আহ্বান জানায় -
                      মাটির সোঁদা গন্ধকে।
টিপ্ টুপ্ টাপ্ বৃষ্টির ছন্দে -
       সবুজ সতেজ হয় শুষ্ক সে মন।
জিগ্গাসু দুই ছলো ছলো আঁখি -
       ঠিক যেন জানালার আবছায়া কাঁচ।
জমাট বাঁধা কিছু কালো মেঘ দানা বাঁধে মস্তিষ্কের কোষে,
এখন শুধু অপেক্ষা একটু ইশারার।
হতে পারে শিলাবৃষ্টি বহিরাকাশে,
       অথবা আসবে প্লাবন -
                     হাজার বাধা পার হয়ে।
উজান-ভাটি আসবে যাবে নাচের তালে তালে,
নদীর ঘাটে অপেক্ষারত বিরহিনী রাধার -
                     পা ছুঁয়ে যাবে তারা।
মোহময়ী এক পরিবেশ সৃষ্টি করবে -
                     রাতের রজনীগন্ধা।
এ অসময়ী বৃষ্টিধারায়,
       পতন হবে গভীর রাতের অহঙ্কারের।
আর জয় হবে -
       যতন করে বাঁচিয়ে রাখা -
                     চিরকালের সূক্ষ্ম অনুভূতিদের।।


       *************************