সহস্রবার তোর জন্য রোদ্দুর হতে চেয়েছি -
ঢেউয়ের মতোন ভাঙা-গড়া খেলা কতো শতবার খেলেছি।
ভেঙে-চূড়ে শেষ করেছি নিজেকে -
      এ জীবন তোকে সঁপেছি,
লাল মাটির ঐ আঁকা-বাঁকা পথে -
      তোর ঠিকানাই খুঁজেছি।
জানি ধরা তুই দিবি না আমায়,
      কেন যে এমন করিস্?
বুকের মাঝেতে কান্নাগুলোকে -
      কি করে এড়িয়ে চলিস্?
মন খারাপের একলা বিকেল, ঝরা পাতাদের গান -
চোখ বুজে আমি চিলেকোঠা ঘরে করি তোর সন্ধান।
শুকনো গোলাপ খুঁজে পাই আমি পুরনো খাতার পাতায় -
না জানি কোন্ গভীর অসুখ কোমল হৃদয় কাঁপায়।
অশ্রুসিক্ত আঁখি, তবু ওষ্ঠে আমার হাসি -
তোর ছলনায় ক্লান্ত হয়েও,
      তোকেই ভালোবাসি।
আকাশে আজ বাসন্তী রঙ,
      আমার জীবন ধূসর -
মুঠোফোনে তাকিয়ে থাকি,
      পাই যদি তোর খবর।
হাতে আমার অসীম সময়,
      তোর যে তারই অভাব -
ধৈর্য্য আর অপেক্ষা যে আমার নতুন স্বভাব।
নই আমি কোনও আকাশলীনা,
      নই বনলতা সেন -
রক্ত-মাংসে গড়া মোর দেহ,
      চলে হৃদয়ের লেনদেন।
গল্পে আমার নায়ক তুমি,
      কঠিন হৃদয় বড় -
ফেরার যদি হয়ই তবে ঝড়ের রাতেও ফিরো।
একটু আভাস দিও শুধু মোরে,
      নিজেরে সাজাব যতনে -
বরণ ডালায় নতুন করে রাখব প্রদীপ গোপনে।
ঠিকানা আমার মনে আছে প্রিয়?
      নেবে তো আমায় খুঁজে?
নাকি সে আবার ছলনার জ্বালে -
      বাঁধবে আমায় নিজে?


  ------------------ X ----------------------