মাথার উপর এক আকাশ শূন্যতা,
       আর বুকে দীর্ঘশ্বাস -
সময়ের মহামারীতে বদ্ধ চারিপাশ।
ছুটছে সময়, ছুটছি আমি -
       দুরন্ত ঘড়ির কাঁটা,
কৃপণ মেঘে ছেয়েছে হৃদয় -
       উদার মনের ভাটা।
অনাদরে অবহেলায় মানুষ কোণঠাসা,
       অপ্রেমের জোয়ারে আজি লুপ্ত ভালোবাসা।
সময় বড়ই চপলমতি, ইচ্ছেই হল শক্তি -
       জটিল মনের দুয়ার খুলে দাও নিজেকে মুক্তি।
অভিমানের ঝরিয়ে পালক যেতেই হবে একদিন,
       প্রহর শেষে বাঁধো যতোই -
                ফিরবে না আর এই দিন।
সাগরসম দূরত্বে আজ দাঁড়িয়ে আছে এ মন,
       ঢেউয়ের তালে ভাঙছ আমায় -
                বারংবার, অকারণ।
আমি গড়ে যাই নিজেকে আবার -
       সারাই আর্দ্র অসুখ,
বাতাসের ঐ বিরহী সুরই যে আমার শোভন সুখ।
ভাঙা গড়ার খেলা আর -
       দ্বিধা দ্বন্দের সংগ্রাম,
এরই নাম যে "বেঁচে থাকা" -
       এরই নাম 'জীবন'।।


    *******************